chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

 ‘জয় বাংলা’বাংলাদেশের জাতীয় স্লোগান: হাইকোর্ট

জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইর্কোট। একইসঙ্গে জাতীয় অনুষ্ঠান, সভা, সমাবেশে প্রত্যকের শেষে ও শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাসম্বেলি শেষে জয় বাংলা বলার নির্দেশ দিয়েছেন হাইর্কোট।

এ সংক্রান্ত রিটের শুনানি শেষে মঙ্গলবার (১০ র্মাচ) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইর্কোট বেঞ্চ এ রায় ঘোষণা করনে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জেষ্ঠ্য আইনজীবী ইউসুফ হোসনে হুমায়ুন, আব্দুল মতিন খসরু প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

এর আগে ২০১৭ সালে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমদে হাইর্কোটে রিটটি করেন। ওই রিটের শুনানি নিয়ে ২০১৭ সালরে ৪ ডিসেম্বর জয় বাংলাকে কেন জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করছেলিনে হাইর্কোট।

মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয় সচিব ও শিক্ষা মন্ত্রণালয় সচিবকে এ রুলের জবাব দিতে বলা হয়েছিল। এ রিটের শুনানিতে অংশ নেয় বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইর্কোট বেঞ্চ এ রুল জারি করছিলেন। পরে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও  কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইর্কোট বেঞ্চে এ শুনানি হয়। এরপর রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে রায় ঘোষণা করলেন হাইর্কোট।

এই বিভাগের আরও খবর