chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটা উচ্ছেদ ও জরিমানা

ডেস্ক নিউজ: নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাঙ্গুনিয়ার সরফভাটায় অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) চালানো এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম।

অভিযানে অনুমোদনবিহীন কার্যক্রম পরিচালনার দায়ে সরফভাটা এলাকার কর্ণফুলী প্রাইম ম্যানুফাকচারিং ইটভাটা উচ্ছেদ করা হয়।

এ ছাড়া কর্ণফুলী প্রাইম ম্যানুফাকচারিংকে ২ লাখ, শাহ আমানত ব্রিকসকে ২ লাখ, কর্ণফুলী অটো ব্রিকসকে ১ লাখ এবং কর্ণফুলী ব্রিকস ম্যানুফাকচারিংকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক জমির উদ্দিন বলেন, রাঙ্গুনিয়া উপজেলার ইটভাটাগুলোর পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স নেই। কৃষি জমি ও পাহাড় থেকে মাটি নিয়ে ইট উৎপাদন করা হচ্ছিলো সেখানে।

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম জেলার সব অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর