chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনায় আক্রান্ত জিএম কাদের

ডেস্ক নিউজ: প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত  হয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। 

তার প্রেস সচিব (২) খন্দকার দেলোয়ার জালালী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

দেলোয়ার জালালী বৃহস্পতিবার টেলিফোনে গণমাধ্যমে জানান, ১২ জানুয়ারি রাতে করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ ফল ধরা পড়ে জাতীয় পার্টির চেয়ারম্যানের। এরপর থেকে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন। তিনি স্বাভাবিক আছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জিএম কাদের সুস্থ আছেন। তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও স্বাভাবিক খাবার গ্রহণ করছেন। কোনো নেতিবাচক উপসর্গ নেই তার।

দেলোয়ার জালালী জানান, সুস্থতার জন্য দেশবাসীর কাছে ‘দোয়া চেয়েছেন’ জাতীয় পার্টি চেয়ারম্যান।

নচ/ চখ

এই বিভাগের আরও খবর
Loading...