chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চন্দনাইশে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক: চন্দনাইশে ১০০ জন মুক্তিযোদ্ধা ও তাঁদের স্বজনদের মাঝে কম্বল বিতরণ করেছেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী।

শুক্রবার (১ জানুয়ারি) বিকালে দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে সাংসদের হাত থেকে মুক্তিযোদ্ধাদের পক্ষে কম্বল গ্রহণ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চন্দনাইশ উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. ইসলাম খান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপ-সচিব মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম খান, চন্দনাইশ থানার ওসি মো. নাসির উদ্দীন সরকার, জামালুর রহমান খান, অধ্যক্ষ আব্দুল মোবিন, সাবেক ইউপি সদস্য শাহ আলম, এসএম জামাল উদ্দীন, সমাজ সেবক আব্দুল নবী খান, দক্ষিণ জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক নবাব আলী, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ অর্থ সম্পাদক ফয়েজ আহমদ টিপু, উপজেলা যুবলীগ সদস্য লোকমান হাকিম, যুবলীগ নেতা সাইফুল ইসলাম সুমন প্রমুখ।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর
Loading...