chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ওয়ার সিমেট্রির পাশের খাল পরিষ্কার করলো চসিক

নিজস্ব প্রতিবেদক : নগরীর ওয়ার সিমেট্রির পাশের খাল থেকে ময়লা-আবর্জনা অপসারণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন

আজ বুধবার (১৩ জানুয়ারি) চসিক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নগরবাসী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজনকে অবহিত করায় তিনি তাঁর দায়িত্ব পালনকালীন সময়ে ধারাবাহিকভাবে নাল-খাল পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করেন।

তারই আলোকে এবার ওয়ার সিমেট্রির পাশের খালটি পরিস্কারের উদ্যোগ নিয়েছে কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগ।

দীর্ঘদিন ধরে এই খালে কোন পরিস্কার-পরিচ্ছন্ন কাজ না করার কারণে প্লাস্টিক, পলিথিনসহ গৃহস্থালী বর্জ্যে এটি মশার উর্বর প্রজনন ক্ষেত্রে পরিণত হয়। তাই প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজনের নির্দেশে খালটি পরিষ্কার করা হলো।

পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চলাকালে কর্পোরেশনের অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদ আলম চৌধুরী সহ পরিচ্ছন্ন সুপারভাইজারগণ কাজের তদারকি করেন।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর