chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বার্সায় মেসির উত্তরসূরি আনসু ফাতি!

খেলা ডেস্ক: স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে বড় তারকা আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। তবে মেসির বয়স হয়ে গেছে, তার ওপর ক্লাবের সঙ্গে নানান ঝামেলায় জড়িয়ে গত বছরই ন্যু ক্যাম্প ছাড়তে চেয়েছিলেন তিনি। যদিও নানা আইনী মারপ্যাঁচে শেষ পর্যন্ত আর যাওয়া হয়নি।

চলতি বছর জানুয়ারিতেই মেসির সঙ্গে বার্সার চুক্তির মেয়াদ শেষ। মৌসুমের শেষ পর্যন্ত সর্বোচ্চ তিনি ন্যু ক্যাম্পে রয়েছেন। এরপর চাইলে ফ্রিতেই যেকোনো ক্লাবে যোগ দিতে পারবেন বার্সার বর্তমান অধিনায়ক।

মেসির সাবেক বার্সা তারকা, ক্যামেরুনের সাবেক ফুটবলার স্যামুয়েল ইতো মনে করেন, মেসি এখনই বার্সা ছেড়ে যাবেন না। তিনি আরও কয়েকবছর ন্যু ক্যাম্পেই থাকবেন।

তবে এক সময় তো যেতেই হবে। তখন বার্সার পতাকাবাহী ফুটবলার হবেন কে? সে প্রশ্নের জবাবও যেন তৈরি করে রেখেছিলেন ইতো।

স্পোর্টস বাইবেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মতে মেসির পর বার্সার হাল ধরার মত ফুটবলার হচ্ছেন আনসু ফাতি। বার্সার অনেক বড় ভবিষ্যৎ নির্ভর করছে ফাতির ওপর।’

তিনি বলেন, ‘এরই মধ্যে বার্সার জার্সিতে অসাধারণ ফুটবল খেলে যাচ্ছেন ফাতি। আমি মনে করি, ক্লাবের উচিৎ এখন ফাতিকে সঠিক পরিচর্যা করে গড়ে তোলা, যত্ন করা। তাহলে অবশ্যই মেসির কাছ থেকে বার্সার পতাকাটা তিনিই গ্রহণ করবেন।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর