chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইতালির কোয়ারেন্টাইনে ৬ কোটি, মৃত্যু সংখ্যা ৪৬৩

ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্তের এবং মৃত্যু সংখ্যা দ্রুত বাড়ছে। এ পর্যন্ত এখানে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৪৬৩ জন, কোয়ারেন্টাইনে রয়েছে ৬কোটি।

ঙ্গলবার (১০ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

সোমবার (০৯ মার্চ) ইতালিতে নতুন করে ১ হাজার ৭৯৭ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এদিন মৃত্যু হয়েছে আরও ৯৭ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ৪৬৩।

সোমবার ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে জনগণকে ঘরে অবস্থান করার নির্দেশ দিয়েছেন এবং জরুরি প্রয়োজনে ভ্রমণ করতে হলে অনুমতি নিতে বলেছেন।

এই মুহূর্তে গোটা ইতালি অবরুদ্ধ অবস্থায় রয়েছে। ভ্রমণে বিধিনিষেধসহ গোটা দেশে জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। সব পানশালা ও রেস্তোরাঁ ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। তবে কাস্টমারদের একে অপরের মধ্যে অন্তত এক মিটার দূরত্ব বজায় রাখতে হবে।

অন্য দোকানগুলোতেও কাস্টোমারদের পরস্পরের কাছ থেকে অন্তত এক মিটার দূরে থাকতে হবে। সিনেমা হল, মঞ্চ এবং জাদুঘর বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে সব স্কি রিসোর্ট।

ফুটবল ম্যাচসহ সব ধরনের খেলার অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। আগামী ৩ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে সব স্কুল ও বিশ্ববিদ্যালয়। বিয়ে, শেষকৃত্যের অনুষ্ঠানসহ সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

যারা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন, তাদের রক্ষা করার জন্যই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান কোন্তে।

 

এই বিভাগের আরও খবর