chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘গার্ড মার্ক’ বিতর্কে হতাশ স্মিথ

খেলা ডেস্ক: ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় টেস্ট স্বরণীয় স্মরণীয় হয়ে থাকবে অনেক দিন। তবে ওই ম্যাচটিতে বিতর্কিত কাণ্ড ঘটিয়ে বিপাকে পড়েছেন অস্ট্রেলিয়ার সেরা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। ভারতীয় ব্যাটসম্যান ঋষভ পন্থের ‘গার্ড মার্ক’ মুছে দিয়ে সমালোচনার জন্ম দেন এই অজি তারকা।

তবে সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন স্মিথ। জানিয়ে দিলেন, তিনি কখনো ঋষভের ‘গার্ড মার্ক’ মোছার চেষ্টা করেননি।

এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম তো বটেই, সাবেক অনেক ক্রিকেটারও স্মিথের অখেলোয়াড়ি মনোভাবের দিকে আঙুল তুলেছেন। এদিন পানি পানের বিরতির সময় পন্থ যখন পানীয় নিতে গেলেন, স্মিথ ফিল্ডিং থেকে পিচের ওপর এলেন।

তারপর পন্থের ক্রিস মার্কস তুলে দিলেন পা দিয়ে ঘষে। কিন্তু স্মিথ হয়তো ভুলে গিয়েছিলেন, আধুনিক ক্রিকেট প্রযুক্তি নির্ভর। স্মিথের ছবি স্পষ্ট দেখা না গেলেও জার্সি নম্বর ৪৯-ই সেটা প্রমাণ করে দেয়।

এদিকে স্মিথের বিরুদ্ধে অভিযোগ ওঠায় তারকা এ ব্যাটসম্যান অত্যন্ত হতাশ হয়েছেন এবং আঘাত পেয়েছেন।

স্মিথ বলেন, ‘এই ব্যাপারটা আমি প্রতিটা ম্যাচেই করি। ক্রিজে শ্যাডো ব্যাটিং করার মাধ্যমে কল্পনা করার চেষ্টা করি, আমাদের বোলাররা কোথায় বল করছে। কীভাবে আমাদের বোলারদের খেলছে ব্যাটসম্যান। তার পরে অভ্যাসবশত আমি ক্রিজে ও রকম ভাবে মার্ক করি। ’

তিনি বলেন, ‘এটা সত্যি লজ্জার যে ভারতের দারুণ ব্যাটিং পারফরম্যান্সটা চাপা পড়ে যাচ্ছে এটা এবং আরও কয়েকটা ঘটনার জন্য। ’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর
Loading...