chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চবি উপাচার্যকে শারীরিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ‘বেগম রোকেয়া পদক ২০২০’ অর্জন করায় চবি শারীরিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে উপাচার্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা দেড়টায় উপাচার্যকে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শিক্ষার অন্যতম অনুষঙ্গ হলো খেলাধুলা ও শরীর চর্চা। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে খেলাধুলায় পারদর্শীতা অর্জনে এ বিভাগ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

উপাচার্য এ বিভাগের কার্যক্রমের উত্তরোত্তর সমৃদ্ধিকল্পে শারীরিক শিক্ষা বিভাগের প্রশিক্ষকদের অধিকতর দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান।

তিনি বিশ্ববিদ্যালয় পরিচালনায় বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এসময় চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী, ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর, প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোয়াজ্জেম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএএস/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর