chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ঘানায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩৫

পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় দুই বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষে নারী-শিশুসহ অন্তত ৩৫ জনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ছয়জন।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পূর্বাঞ্চলীয় কিনটাম্পো শহরের বোনো এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। এতে হতাহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আঞ্চলিক মন্ত্রী কফি আমোয়া কোহেনে বলেছেন, সংঘর্ষের পরপরই যাত্রীবাহী বাস দুটিতে আগুন ধরে যায়। এতে নিহতদের মধ্যে ২৭ জন মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় এখন পর্যন্ত তাদের শনাক্ত করা সম্ভব হয়নি।

শহরটির পুলিশ কর্মকর্তা ফ্রান্সিস আদজেই ব্রোবে বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আমরা তদন্ত কাজ শুরু করেছি। প্রাথমিক তদন্তে জানা যায়, অপেক্ষাকৃত বড় বাসটির চালক নিজের লেন ছেড়ে অন্য লেনে ঢুকে পড়লে অপর বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। মূলত এর পরপরই বাস দুটিতে ব্যাপক মাত্রায় আগুন ধরে যায় বলে জানান তিনি।

উল্লেখ্য, খারাপ সড়ক ও দুর্বল ট্রাফিক ব্যবস্থার কারণে পশ্চিম আফ্রিকার এই দেশটিতে এমন দুর্ঘটনা এক নিয়মিত ঘটনা। কেননা দেশটির সড়কে প্রতিদিন গড়ে ছয়জনের মৃত্যু হয়। গত জানুয়ারি মাসে ঘানার মধ্যাঞ্চলীয় এক সড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৪ জনের প্রাণহানি ঘটেছিল। এতে আহত হন আরও কয়েকজন।

এই বিভাগের আরও খবর