chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টেকনাফে ১০ কোটি টাকার ইয়াবা উদ্ধার

ডেস্ক নিউজ: কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের সীমান্ত দিয়ে প্রবেশের সময় বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে এই সব ইয়াবা ট্যাবলেট জব্দ করে। তবে, এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ফয়সল হাসান খান জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ও ওয়াব্রাং এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৩ লাখ ২০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করে। গভীর রাত ১.৩০ টার দিকে হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকার সীমান্তে অভিযান চালিয়ে ৪৫ হাজার পিচ ইয়াবা এবং একই রাত আনুমানিক ৩ টার দিকে বিজিবির অপর একটি টহলদল দমদমিয়া এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৭৫ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করে।ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ৯ কোটি ষাট লাখ টাকা। উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা আছে।

নচ/চখ

এই বিভাগের আরও খবর
Loading...