chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

ডেস্ক নিউজ: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর সীমান্তে গরুপাচারের সময় ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আহতরা বর্তমানে রংপুরে গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। সূত্র: যুগান্তর

মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে নারায়ণপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুন্সিপাড়া সীমান্তে আন্তর্জাতীক সীমানা পিলার ১০৪০’র সাব পিলার ১৬- এর কাছে তারা গুলিবিদ্ধ হন।

নারায়ণপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মহিমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলেন, নারায়ণপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব নারায়ণপুর ডাকডহর গ্রামের আব্দুল মোন্নাফের ছেলে হাছানুর আলী (১৮) এবং মোজাহার প্রামানিকের ছেলে শাহাদৎ হোসেন প্রামানিক (২৫)।

জানাগেছে,  ঘন কুয়াশার সুযোগ নিয়ে সকালে একদল গরু পাচারকারী দল কাঁটাতারের উপর দিয়ে গরু আনার চেষ্টা করে। এসময় ভারতের আসাম রাজ্যর ধুবড়ী জেলার শালমারা থানার কালাইবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা টের পেয়ে কয়েক রাউন্ড গুলি ছুঁড়লে হাছানুর এবং শাহাদৎ আহত হয়। পরে সঙ্গীরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর বিভাগীয় শহরে নিয়ে যায়।

নচ/চখ

 

এই বিভাগের আরও খবর