chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর দু’পক্ষের সংঘর্ষ একজন নিহত

নিজস্ব প্রতিবেদক : নগরীর ২৮নং পাঠানটুলী ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত ও বিদ্রোহী প্রার্থীর অনুসারীদের দু’পক্ষের সংঘর্ষে মনোনীত প্রার্থীর গ্রুপের একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত নয়টার দিকে পাঠানটুলীর মগ পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তির নাম বাবুল সর্দার (৫৫)। তিনি আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর অনুসারী বলে জানা গেছে।

এদিকে হামলাকারী অপর পক্ষ বিদ্রোহী প্রার্থী আবদুল কাদেরের অনুসারী বলে গণমাধ্যমকে জানিয়েছে নজরুল ইসলাম। ঘটনার সময় বাবুল সর্দার নজরুল ইসলামের হয়ে মগ পুকুর এলাকায় গণসংযোগ করছিলেন।

এসময় আব্দুল কাদেরের অনুসারীরা শট গান নিয়ে গুলি ছুঁড়ে। গণমাধ্যমে দেয়া বক্তব্যে এমনটাই অভিযোগ করেছেন তিনি।

এ বিষয়ে নগর পুলিশের উপ-কমিশনার ফারুক উল হক বলেন, কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম ও আব্দুল কাদেরের অনুসারীদের মধ্যে সংঘর্ষে বাবুল নামে একজন নিহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এমএইচকে/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর