chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চীনে স্বর্ণ খনিতে বিস্ফোরণে ২২ শ্রমিক আটকা

আন্তর্জাতিক ডেস্ক : চীনের পূর্বাঞ্চলে একটি নির্মাণাধীন খনিতে বিস্ফোরণের পর ২২ জন স্বর্ণ খনি শ্রমিক আটকা পড়েছে। প্রায় দু’দিন ধরে তারা সেখানে আটকা রয়েছে। খবর এএফপি’র।

ইয়ানতাই নগর কর্তৃপক্ষ জানায়, শানডং প্রদেশের কিজিয়া নগরীর কাছের একটি শহরে স্বর্ণ খনিতে রোববার বিকেলে এ বিস্ফোরণ ঘটে।

সোমবার রাতে দেয়া ওই বিবৃতিতে বলা হয়, বিস্ফোরণে খনিতে থেকে বের হওয়ার মই এবং যোগাযোগ ব্যবস্থা মারাতœকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় কর্তৃপক্ষ সেখানে আটকা পড়া খনি শ্রমিকদের সাথে যোগাযোগ করতে পারছে না।

ওই খনিতে উদ্ধারকর্মী পাঠানো হয়েছে। শানডং উকাইলং ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড খনিটির মালিক বলে জানা গেছে।

উল্লেখ্য, দূর্বল নিরাপত্তা ও আইন ব্যবস্থার কারণে চীনে প্রায় খনি দুর্ঘটনা ঘটে থাকে। গত ডিসেম্বরে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চংকিং নগরীতে একটি খনিতে আটকা পড়ার পর ২৩ শ্রমিক প্রাণ হারায়।

এএমএস/চখ

এই বিভাগের আরও খবর
Loading...