chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘গালাগালি বা বর্ণবাদী আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’

খেলা ডেস্ক: ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিডনি টেস্ট মানুষ মনে রাখবে অনেক দিন। শেষ দিন বুক চিতিয়ে লড়াই করে ম্যাচটি ড্র করে ভারত। তবে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের এ ম্যাচে ছিল বর্ণবাদের কালো ছায়াও।

ম্যাচের তৃতীয় ও চতুর্থদিন বর্ণবাদী আচরণের শিকার হন ভারতীয় ক্রিকেট দলের দুই খেলোয়াড় মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ।

বিশেষ করে রোববার ম্যাচের চতুর্থদিন সিরাজকে অকথ্য ভাষায় গালাগালের সঙ্গে বর্ণবাদী মন্তব্য করেন সিডনির গ্যালারিতে থাকা দর্শকরা। যা সইতে না পেরে আম্পায়ারদের কাছে অভিযোগ করেন সিরাজ।

পরে নিরাপত্তাকর্মীদের মধ্যস্থতায় গ্যালারি থেকে বের করে দেয়া হয় কিছু দর্শককে। এ ঘটনায় প্রায় মিনিট দশেক বন্ধ ছিল মাঠের খেলা।

নিজ দেশের দর্শকদের এমন বিব্রতকর কাণ্ডে দুঃখপ্রকাশ করেছেন অস্ট্রেলিয়া দলের বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নার।

নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে তিনি লিখেছেন, ‘আমি মোহাম্মদ সিরাজ ও ভারতীয় দলের কাছে দুঃখপ্রকাশ করছি। গালাগালি বা বর্ণবাদী আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি ঘরের মাঠের দর্শকদের কাছ থেকে আরও ভাল কিছু আশা করি।’

ইনজুরি কাটিয়ে এ সিডনি টেস্ট দিয়েই মাঠে ফিরেছেন ওয়ার্নার। খুব একটা ভালো করতে পারেননি তিনি। দুই ইনিংসে করেছেন ৫ ও ১৩ রান। তবে চোট সেরে মাঠে ফিরতে পারার আনন্দই মূখ্য ওয়ার্নারের কাছে।

ওয়ার্নার লিখেছেন, ‘আবারও মাঠে ফিরতে পারাটা দারুণ অনুভূতি। যদিও ফলাফল আমাদের জন্য আদর্শ ছিল না। তবে এটাই টেস্ট ক্রিকেট। পাঁচদিন ধরে কঠিন লড়াই করেছে ছেলেরা।’

‘ভারতীয় দলকে অভিনন্দন। তারা যেভাবে খেলে ম্যাচটি ড্র করে নিয়েছে, তা মোটেও সহজ ছিল না। এবার ব্রিসবেনে সিরিজ নির্ধারণী ম্যাচের অপেক্ষা।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর