chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এমসি কলেজে গৃহবধূকে গণধর্ষণ, ৮ আসামির চার্জশিট গ্রহণ

ডেস্ক নিউজ:  অভিযোগপত্র দাখিলের একমাস দশদিন পর সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণ মামলার চার্জশিট আমলে নিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক। 

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ১১টার আগেই মামলার ৮ আসামি সাইফুর রহমান, তারেক, শাহ রনি, অর্জুন লস্কর, রবিউল, মাসুম, আইনুল ও রাজনকে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয়।

চার্জশিটে বাদী পক্ষের আইনজীবীদের আপত্তি না থাকায় তা গ্রহণ করেন আদালত।  মঙ্গলবার ধার্য তারিখে এই মামলার কার্যক্রম শুরুর প্রাক্কালে আদালত তা আমলে নিয়ে চার্জগঠনের জন্য শিগগিরই তারিখ নির্ধারণ করা হবে বলে জানালেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট রাশেদা সাঈদা খানম।

উল্লেখ্য, গত বছরের ২৫ সেপ্টেম্বর এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তার সামনেই  গৃহবধূকে ধর্ষণ করে ছাত্রলীগের অভিযুক্তরা।  এ ঘটনায় গৃহবধূর স্বামী মামলা করলে পুলিশ অভিযুক্ত আট আসামিকে গ্রেফতার করে। গত ৩ ডিসেম্বর আদালতে মামলার চার্জশিট দাখিল করা হয়।

নচ/চখ

এই বিভাগের আরও খবর