chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাঙ্গামাটির বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে, নিহত ৩

ডেস্ক নিউজ: রাঙ্গামাটির সদর উপজেলায় বেইলি ব্রিজ ভেঙে পাথরবোঝাই ট্রাক খালে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ আছে।

রাঙ্গামাটির কোতোয়ালি থানার ওসি কবির হোসেন গণমাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে পাথরবোঝাই ট্রাকটি রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ি যাচ্ছিল। পথে উপজেলার কুতুকছড়ি এলাকায় বেইলি ব্রিজ অতিক্রম করার সময় অতিরিক্ত ওজনের কারণে ব্রিজটি ভেঙে যায়। এ সময় পাথরবোঝাই ট্রাকটি খালে পড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এই বিভাগের আরও খবর
Loading...