chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিরাট-আনুশকার ঘরে নতুন অতিথি

খেলা ডেস্ক: ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার ঘরে এলো নতুন অতিথি। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বিরুশকা জুটি।

টুইটারে নিজেই এই সুসংবাদ দিয়েছেন কোহলি, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাতে চাই, আজ বিকেলে আমাদের ঘর আলো করে এসেছে এক কন্যা শিশু।’

‘আপনাদের সবার ভালোবাসা, প্রার্থনা ও শুভ কামনার জন্য ধন্যবাদ। আনুশকা ও শিশু দুজনেই ভালো আছে এবং আমাদের জীবনের নতুন একটি অধ্যায় শুরু করতে যাওয়ার বেলায় আমরা অভিভূত।’

কোহলি আশা প্রকাশ করে বলেন, ‘এই সময়ে আমাদের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা রাখবেন আপনারা। সবাইকে ভালোবাসা।’

অস্ট্রেলিয়ায় অ্যাডিলেডে প্রথম টেস্ট খেলার পরপর পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফেরেন কোহলি। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে ছিলেন সার্বক্ষণিক।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর
Loading...