chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেবেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার (১১ জানুয়ারি) তার কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেবেন।

করোনাভাইরাসের টিকা নিতে জনগণকে উৎসাহিত করতে সরাসরি টিভির ক্যামেরার সামনে তার প্রথম ডোজ টিকা নেয়ার তিন সপ্তাহ পর তিনি এ ভ্যাকসিন চিচ্ছেন। তার দপ্তর একথা জানায়। খবর এএফপি’র।

গত ২১ ডিসেম্বর দেলাওয়ারের নিউওয়ার্কে ক্রিস্টিনা হাসপাতালে তার প্রথম ডোজ টিকা নেয়ার সময় ৭৮ বছর বয়সী বাইডেন মার্কিন নাগরিকদের বলেন, এ ব্যাপারে ভয় পাওয়ার কিছু নেই।

তার টিম জানায়, দ্বিতীয় টিকাও তিনি টিভি ক্যামেরার সামনে নেবেন। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

আমেরিকায় মহামারি করোনাভাইরাসে এ পর্যন্ত ৩ লাখ ৭৪ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। বাইডেন শুক্রবার একটি ‘হাস্যকর অনুকরণ’হিসেবে অভিহিত করে ভ্যাকসিন বিতরণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অস্থিরতাপূর্ণ কর্মকাণ্ডের সমালোচনা করেন।

যুক্তরাষ্ট্রে টিকাদান কর্মসূচি শুরুর পর এ পর্যন্ত ৬৭ লাখ মার্কিন নাগরিক তাদের প্রথম ডোজ টিকা নিয়েছেন।
এদিকে দেশব্যাপী ২ কোটি ২১ লাখ ডোজ টিকা বিতরণ করা হয়েছে।

এএমএস/চখ

এই বিভাগের আরও খবর