chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কানাডায় হাই কমিশনে বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস উদযাপন

ডেস্ক নিউজ : কানাডার অটোয়াস্থ বাংলাদেশ হাই কমিশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস-২০২১ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে হাই কমিশনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চলমান মহামারীর কারণে সেদেশের সরকারের স্বাস্থ্যবিধি মেনে এসব কর্মসূচি পালন করা হয় বলে অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাই কমিশনার ডঃ খলিলুর রহমান। বক্তৃতা করেন মিশনের মিনিস্টার দেওয়ান হোসনে আইয়ুব, উপ-হাই কমিশনার চিরঞ্জীব সরকার। হাই কমিশনের কাউন্সিলর মোঃ শাকিল মাহমুদ অনুষ্ঠানটি পরিচালনা করেন।

আলোচনা সভায় সকল বক্তারা এ দিবসের গুরুত্ব তুলে ধরেন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।

হাই কমিশনার তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশকে কল্পনা করা যায় না। বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনের মধ্য দিয়েই মূলত বিজয়ের উৎসব পরিপূর্ণতা পায়। তিনি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রীর নেতৃত্বে ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করতে সকলকে একযোগে কাজ করার জন্য আহবান জানান।

এএমএস/চখ

এই বিভাগের আরও খবর