chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জাপানে নতুন রাষ্ট্রদূত শাহাবুদ্দিন

সাবেক সচিব শাহাবুদ্দিন আহমেদকে জাপানে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গত সোমবার (৯মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শাসন ক্যাডারের সাবেক এই কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট ফিনান্সে এমএস ডিগ্রি অর্জন করেন।

জাপানে রাষ্ট্রদূত হিসেবে এর আগে দায়িত্ব পালন করেছেন রাবাব ফাতিমা। রাবাব ফাতিমাকে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হলেন শাহাবুদ্দিন আহমেদ।

এই বিভাগের আরও খবর