chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শীতের প্রকোপ বাড়তে পারে আগামী তিন দিনে

ডেস্ক নিউজ : আগামী তিনদিনের মধ্যে  সারাদেশে ক্রমেই তাপমাত্রা কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর ফলে এ সময়ে আবার শীতের প্রকোপ বাড়ার আশংকা করা হচ্ছে।

গত কয়েকদিনে হঠাৎ করেই শীতের প্রভাব কিছুটা কমে আসছিলো। বিশেষ করে দিনের বেলায় এবং সন্ধ্যার পর থেকে মাঝরাত পর্যন্ত গরম কালের আবহাওয়া বিরাজ করছিল। এবার সেই ভিন্নধর্মী আবহাওয়ায় ছেদ পড়বে। আবার শীত  জেঁকে বসার পূর্বাভাস মিললো।

আজ সোমবার (১১ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় ১২ দশমিক ৫ ডিগ্রি  সেলসিয়াস এবং সর্বোচ্চ কক্সবাজার ও মংলায় ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এদিকে, আজ সন্ধ্যা ৬ টা পযন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না।

এই বিভাগের আরও খবর