chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টাইগার-উইন্ডিজ সিরিজের সময় পরিবর্তন

ডেস্ক নিউজ: আগামী ২০ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজ বিপেক্ষে মাঠে নামবে মাঠে নামবে টাইগাররা। সূচি অনুযায়ী, প্রতিটি ম্যাচই ছিল ডে-নাইট। শুরু হওয়ার কথা ছিল বেলা ২টায়। তবে সেই সময়কে ৩ ঘণ্টা এগিয়ে এনে বেলা সাড়ে ১১টায় করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, শীতের মৌসুম, তাই অতিরিক্ত কুয়াশা ও শিশিরের বিষয়টি ভাবনায় রেখে এ পরিবর্তন এনেছে বিসিবি।

তবে শিশিরের বিষয়টি সামনে না এনে এ বিষয়ে রবিবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, অনেক বিষয় এখানে বিবেচনা করা হয়েছে। ব্রডকাস্ট টিম ম্যানেজমেন্ট, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড, সবার সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তাই ম্যাচের সূচিটা সেভাবেই করা হয়েছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে বেলা সাড়ে ১১টায়।

অর্থাৎ প্রতিটি ম্যাচই অনেকটা ডে-ম্যাচের মতো হবে।

ওয়ানডে সিরিজ সামনে রেখে আগামী তিন দিনে দুবার করোনা পরীক্ষা হবে ক্রিকেটারদের। দুবার নেগেটিভ হওয়া ক্রিকেটাররা তিন দিন পর অনুশীলন শুরু করতে পারবেন।

এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী বলেন, আমাদের নির্ধারিত যে কোভিড প্রটোকল আছে, সেই অনুসারে তারা হোটেলে অবস্থান করছেন। আগামীকাল তাদের একটা টেস্ট হবে। এর পর আগামী ৭২ ঘণ্টার মধ্যে আরেকটি টেস্ট হবে। পর পর দুটি করোনা টেস্টে নেগেটিভ হলেই সরকারের অনুমতি সাপেক্ষে তারা অনুশীলনের জন্য মাঠে আসতে পারবেন।

নচ/চখ

এই বিভাগের আরও খবর
Loading...