chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সিডনি টেস্টে হারের শঙ্কায় ভারত

খেলা ডেস্ক: সিডনিতে ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টের চতুর্থ দিন শেষে চালকের আসনে অস্ট্রেলিয়া। আর হারের শঙ্কায় ভারত। ৪০৭ রানের বিশাল লক্ষ্য পাড়ি দিতে নেমে এরই মধ্যে ২ উইকেট হারিয়ে বিপর্যয়ে সফরকারীরা।

চতুর্থ দিন শেষে ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৯৮ রান তুলেছে ভারত। হারিয়েছে রোহিত শর্মা এবং শুভমান গিলের উইকেট।

জয়ের জন্য এখনও ৩০৯ রান প্রয়োজন এবং অস্ট্রেলিয়ার প্রয়োজন আর ৮ উইকেট। দিন বাকি আছে পুরোপুরি একটি।

৪০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সূচনাটা বেশ ভালোই করেছিলেন রোহিত শর্মা এবং শুভমান গিল। দু’জনের উদ্বোধনী জুটিতে উঠলো ৭১ রান। জস হ্যাজলউডের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন গিল। ৬৪ বলে ৩১ রান করেন তিনি।

দলীয় ৯২ রানের মাথায় আউট হন রোহিত শর্মা। তার উইকেট তুলে নেন প্যাট কামিন্স। ৯৮ বলে ৫২ রান করে আউট হন এই ওপেনার। দিন শেষে উইকেটে ছিলেন চেতেশ্বর পুজারা ৯ রানে এবং আজিঙ্কা রাহানে ৪ রানে।

টস জিতে ব্যাট করতে নেমে ৩৩৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। অনবদ্য সেঞ্চুরি করেন স্টিভেন স্মিথ। জবাবে ব্যাট করতে নেমে ২৪৪ রানে অলআউট হয় ভারত।

৯৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে স্টিভেন স্মিথ (৮১), ক্যামেরন গ্রিন (৮৪) এবং মার্নাস ল্যাবুশানের (৭৩) ব্যাটে ভর করে ৬ উইকেট হারিয়ে ৩১২ রান করে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর