chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনায় ২৫ জনের মৃত্যু, শনাক্ত ১০৭১

ডেস্ক নিউজ : নভেল করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৫ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৭১ জন।

রোববার (১০ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১ হাজার ৭১ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২২ হাজার ৪৫৩ জন। আরো ২৫ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৭৮১ জন হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ২৪ ঘণ্টায় নতুন ২৫ জন মৃতের মধ্যে পুরুষ ১৭ জন ও নারী আটজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন পাঁচ হাজার ৯১২ জন ও নারী এক হাজার ৮৬৯ জন। গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ৭৩৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৬৬ হাজার ৮০১ জন হয়েছে।

এ ছাড়া মৃতদের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের দুজন, ৫১ থেকে ৬০ বছরের ছয়জন ও ষাটোর্ধ্ব ১৭ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ১ জন, সিলেট বিভাগে ১ জন ও ময়মনসিংহ বিভাগে ৪ জন। এ ছাড়া সবাই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

এএমএস/চখ

এই বিভাগের আরও খবর
Loading...