chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বর্ষীয়ান রাজনীতিবিদ খালেদুর রহমান আর নেই

ডেস্ক নিউজ : দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী খালেদুর রহমান টিটোর (৭৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (১০ জানুয়ারি) দুপুর একটা ২০ মিনিটে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান।
তার বড় ছেলে মাশুক হাসান জয় বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মাশুক হাসান জানান, তার বাবার মরদেহ তার ষষ্ঠিতলাপাড়ার বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এর আগে সকাল ১০টার দিকে শারীরিক অবস্থা গুরুতর হয়ে উঠলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

তার মেজো ছেলে অ্যাডভোকেট খালিদ হাসান জিউস জানান, ফুসফুসে ইনফেকশন-জনিত কারণে তিনদিন আগে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকাল ১০টার দিকে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

সোমবার বাদ জোহর যশোর ঈদগাহ ময়দানে জানাজা শেষে কারবালয় দাফন করা হবে।

এএমএস/চখ

এই বিভাগের আরও খবর
Loading...