chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার বিমান নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক : উড়ানের কিছুক্ষণ পরই নিখোঁজ হয়ে গেল ইন্দোনেশিয়ার একটি বিমান। তাতে ছয় শিশু-সহ ৫৯ জন যাত্রী ছিলেন।

বিমানটি ভেঙে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। জলে একটি বিমানের ধ্বংসাবশেষ ভাসতে দেখা গিয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে দাবি করেছেন কয়েকজন। সূত্র- হিন্দুস্তানটাইমস

বিমানের গতিবিধিতে নজরদারি চালানো ওয়েবসাইট FlightRadar24-এর তথ্য অনুযায়ী, শনিবার দুপুর আড়াইটার নাগাদ (স্থানীয় সময়) জাকার্তা থেকে এসজে১৮২ বিমানটি ওড়ে।

সেটির গন্তব্য ছিল ওয়েস্ট কালিম্যানতান প্রদেশের পন্টিনায়াক। কিন্তু উড়ানের চার মিনিটের মধ্যেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে ২৭ বছরের পুরনো বোয়িং ৭৩৭-৫০০ উড়ানের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এক মিনিটেরও কম সময় বিমানটি ১০,০০০ ফুট নীচে নেমে যায় বলে FlightRadar24-এর টুইটার অ্যাকাউন্টে জানানো হয়েছে।

এএমএস/চখ

এই বিভাগের আরও খবর