chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইপিজেডে বিদেশী মদসহ ৩ জন আটক

নিজস্ব প্রতিবেদক : নগরীর ইপিজেড থানা এলাকা থেকে বিদেশী মদের বোতলসহ ৩ জনকে আটক করছে গোয়েন্দা পুলিশ (উত্তর)।

শুক্রবার (৮ নভেম্বর) বন্দরটিলা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. মকসুদুল করিম (২৬), মো. আব্দুল হান্নান (২৫) ও মো. আরিফ (৩০)।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত উপ-পুলিশ কশিনার (ডিবি উত্তর)শাহ মো. আব্দুর রউফ চট্টলার খবরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদের ৩ জনকে আটক করা হয়।

এসময় পঞ্চাশ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএইচকে/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর
Loading...