chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মোবাইল পরিষ্কার করার সহজ উপায়

ডেস্ক নিউজ: আধুনিক জীবনে বেশি ব্যবহৃত যন্ত্র হয়ত মোবাইল ফোন। এমনকি শৌচাগারেও বাদ যায় না এর ব্যবহার। তাই সবচেয়ে নোংরা হওয়ার সম্ভাবনাও থাকে সাধের স্মার্ট ফোনটি। করুন। সূত্র: ম্যাশেবল

অনেক গবেষণায় দেখা গেছে কমোডে যে পরিমাণ ব্যাক্টেরিয়া থাকে গড়ে তার চেয়েও বেশি পরিমাণে জীবাণু মোবাইল ফোনে থাকতে পারে।

তাই নিজের সুস্থতার কথা চিন্তা করে হলেও মোবাইল পরিষ্কার রাখা দরকার।

প্রযুক্তিবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে কোনো ক্ষতি ছাড়া মোবাইল ফোন পরিষ্কারের কয়েকটি পন্থা এখানে দেওয়া হল..

১. দুটো নরম মসৃণ কাপড়

ফোন মোছার জন্য নরম মসৃণ কাপড় ব্যবহার করুন। শক্ত কাগজ বা অমসৃণ কাপড় কাচের তৈরি ফোনের পর্দার ক্ষতি করতে পারে।

২. ক্ষারমুক্ত সাবান

ফোনের পর্দায় বা প্রটেক্টরে ওলেওফোবিক আবরণ ব্যবহার করা হয়। এই আবরণ খুবই স্পর্শকাতর। এতে কোনোভাবেই ক্ষারযুক্ত ও ভারী রাসায়নিকযুক্ত সাবান বা দ্রবণ ব্যবহার করা যাবে না। অ্যাপল তাদের আইফোন ব্যবহারকারীদের এ ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

৩. পানি

সাবানের সঙ্গে মেলানোর জন্য পানির প্রয়োজন।

৪. টুথপিক বা কটনবাড

সিমকার্ড রাখার খাপ বা হোল্ডার পরিষ্কারের জন্য।

যেভাবে পরিষ্কার করবেন

১. সবার আগে জানতে হবে আপনার ফোনটি কতটা পানিনিরোধক। সেটা বুঝে ঠিক করুন ফোন পরিষ্কারের জন্য কতটা পানি ব্যবহার করা নিরাপদ হবে। সবচেয়ে ভালো, সরাসরি পানি ব্যবহার না করে সতর্ক থাকার জন্য ভেজা টাওয়েল ব্যবহার করা। নিচের তালিকায় দেওয়া হলো কোন ফোন কতটা পানিনিরোধক।

* ছিটানো পানিতেও ভালো থাকে (আইপি ৫৩ রেটিং): পিক্সেল

* এক মিটার পানিতে ৩০ মিনিট ভালো থাকে (আইপি ৬৭ রেটিং): আইফোন ৭, ৭ প্লাস, ৮, ৮ প্লাস, এক্স, এক্সআর; পিক্সেল ২।

* দেড় মিটার পানিতে ৩০ মিনিট পর্যন্ত ভালো থাকে (আইপি ৬৮ রেটিং): আইফোন এক্স, এক্স এস, ১১, ১১ প্রো,১১ প্রো ম্যাক্স; গ্যালাক্সি এস৭, এস৭, এস৭ এজ, এস৮, এস৮ +, এস৯, এস৯ +, এস১০, এস১০ +, এস১০ ই, নোট ৮, নোট ১০, নোট ১০ +; পিক্সেল ৩, ৪।

২. ফোনের সঙ্গে কোনো কেবল লাগানো থাকলে খুলে ফেলুন। ফোন বন্ধ করুন। খেয়াল রাখবেন, ফোনের ও আপনার, কারও ক্ষতিই যেন না হয়।

৩. হালকা ক্ষারমুক্ত সাবানের সঙ্গে পানি মেলান। নিজের বিবেচনায় সাবান-পানির অনুপাত ঠিক করুন।

৪. এক টুকরা নরম মসৃণ কাপড় সাবান-পানির মিশ্রণে ভিজিয়ে নিন। এরপর কাপড় থেকে অতিরিক্ত পানি ভালোভাবে ঝরিয়ে নিন।

৫. পানি ঝরানো ভেজা কাপড় দিয়ে ফোনের ওপর, নিচ ও পাশের অংশ মুছুন। ফোনকে সরাসরি সাবান-পানির মিশ্রণে ডোবাবেন না, আপনার ফোন যতই পানিনিরোধক হোক না কেন।

৬. এবার এক টুকরা শুকনো নরম মসৃণ কাপড় দিয়ে ফোন মুখে নিন।

৭. সিমকার্ড হোল্ডার থেকে সিম খুলে নিন। সেদিকও চাইলে পরিষ্কার করতে পারেন। তবে এটা বাধ্যতামূলক নয়।

৮. সাবান-পানির মিশ্রণে কটনবাড ডুবিয়ে নিন। আঙুল দিয়ে চেপে অতিরিক্ত পানি ঝরিয়ে নিন।

৯. সিমকার্ড ঢোকানোর ট্রে ও স্থানটি ভেজা কটনবাড দিয়ে সাবধানে পরিষ্কার করুন। প্রয়োজনে টুথপিক দিয়ে সিমকার্ড ঢোকানোর স্থানের ময়লা বের করতে পারেন।

১০. শুকনো কাপড় দিয়ে সিমকার্ড ঢোকানোর ট্রে মুছুন। তারপর সব আবার জায়গামতো সেট করে ফোন চালু।

নচ/চখ