chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আকবরশাহের শীর্ষ সন্ত্রাসী নুরু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: নগরীর আকবরশাহ থানার তালিকাভুক্ত এক নম্বর সন্ত্রাসী, ২৪ মামলার আসামি, শীর্ষসন্ত্রাসী নূরে আলম ওরফে নুরুকে তার এক সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৮ জানুয়ারী) রাতে তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে সরকারি পাহাড় কেটে প্লট তৈরি করে বিক্রি, অপহরণ, চাঁদাবাজি, পুলিশের ওপর হামলা, মাদকের আসর ও মাদক ব্যবসা, জুয়ার আসর বসানো, লেকের মাছ লুটসহ বিভিন্ন অপরাধে ২৪টি মামলা রয়েছে। গত ২৬ ডিসেম্বর পুলিশ তাকে ধরতে ঝিল পাহাড়ের ডেরায় অভিযানে গেলে তার সাঙ্গোপাঙ্গরা পুলিশের ওপরই হামলা করে বসে। পরে ৩১ ডিসেম্বর পুলিশ পুনরায় অভিযান চালিয়ে তার ছোট ভাইয়ের স্ত্রীসহ আরো ১১ আসামিকে গ্রেফতার করে।

এসময় আসামিদের কাছ থেকে ১ হাজার ১৫০ পিস ইয়াবা, ২টি বড় রামদা, ৫টি কিরিচ ও ৩টি ধামা উদ্ধার করা হয়।

নগরে পুলিশের উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) ফারুক-উল-হক চট্টলার খবরকে বলেন, কুখ্যাত সন্ত্রাসী ২৪ মামলার আসামী নুরুকে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ টিম অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। তার অপরাধের আমলনামা অনেক বড়। আমরা তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইবো। তার বিরুদ্ধে বিধিমত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএইচকে/চখ

এই বিভাগের আরও খবর