chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জার্মানিতে টিকা পেল ৪ লাখ ১৭ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানিতে গত ২৭ ডিসেম্বর টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত  ৪ লাখ ১৭ হাজার মানুষকে কোভিড-১৯ ভ্যাকসিন দেয়া হয়েছে। বৃহস্পতিবার রবার্ট কচ ইনস্টিটিউট (আরকেআই) এ কথা জানায়। খবর সিনহুয়ার।

আরকেআই’র উপাত্ত অনুযায়ী, ২ লাখ ১ হাজারের বেশি স্বাস্থ্য সেবা কর্মী এবং বিভিন্ন নার্সিং হোমের ১ লাখ ৬৮ হাজার বাসিন্দাকে টিকা দেয়া হয়েছে।
জার্মান সরকার জানায়, প্রাথমিকভাবে

করোনাভাইরাস টিকার স্বল্পতার কারণে ৮০ বছরের বেশি বয়সের মানুষ এবং নার্সিং ও ওল্ড পিপলস হোমের স্টাফরা টিকা নেয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।

বুধবার এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জেন্স স্পান বলেন, ‘আমরা প্রথমে অধিক ঝুঁকির মুখে থাকা লোকজন টিকা দিতে চাই। তাদেরকে প্রথমে সেবা দেয়া প্রয়োজন। কেনান, এ মহামারিতে এসব লোক বেশি ক্ষতির শিকার হয়েছে।’

বুধবার ইউরোপীয় কমিশন মার্কিন কোম্পানি মডার্নার তৈরি দ্বিতীয় কোভিড-১৯ ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির পক্ষ থেকে ইতিবাচক সুপারিশ করার পর তারা এ ভ্যাকসিনের অনুমোদন দিল।

স্পান বলেন, ইতোমধ্যে অনুমোদিত ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনের পাশাপাশি জার্মানি এ বছর প্রায় ১৩ কোটি ভ্যাকসিন ডোজ নেয়া আশা করছে।

এএমএস/এমআই

এই বিভাগের আরও খবর