chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আইসোলেশনে জিদান

ডেস্ক নিউজ: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেল্ফ-আইসোলেশনে রয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।

বৃহস্পতিবার ভালদেবেবাসে দলের অনুশীলনে উপস্থিত থাকতে দেখা যায়নি এই ফরাসি কিংবদন্তিকে। জিদানের এন্টিজেন ও পিসিআর টেস্টের দুটোতেই ফল এসেছে নেগেটিভ। তারপরও স্প্যানিশ সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের প্রটোকল এবং লা লিগার নিয়ম মেনে আইসোলেশনে থাকতে হচ্ছে জিদানকে।

আক্রান্ত ব্যক্তির সঙ্গে জিদানের সংস্পর্শ যদি বেশি কাছাকাছি হয় তাহলে দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকতে হবে মাদ্রিদ কোচকে। অবশ্য সংস্পর্শে যাওয়ার ১০ দিন পর পিসিআর টেস্টে নেগেটিভ এলে আবারও দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি।

তার মানে শনিবার ওসাসুনার বিপক্ষে লা লিগার ম্যাচে থাকতে পারবেন না জিদান। অ্যাতলেতিক ক্লাবের বিপক্ষে স্প্যানিশ কাপের সেমিফাইনালেও দেখা যাবে না তাকে।

নচ/চখ

এই বিভাগের আরও খবর