chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘১৫-১৬ কোটি মানুষ কীভাবে টিকা পাবে তা কেউই জানে না’

ডেস্ক নিউজ: দেড় থেকে আড়াই কোটি মানুষ টিকা পেলেও বাকি ১৫-১৬ কোটি মানুষ কীভাবে টিকা পাবে তা কেউই জানে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান (জাপা) গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন ।

এতে সভাপতিত্ব করেন দলের খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা।

জিএম কাদের বলেন, ‘ভারতের সঙ্গে তিন থেকে পাঁচ কোটি টিকার জন্য সরকার চুক্তি করেছে। তাতে দেড় থেকে আড়াই কোটি মানুষ হয়তো টিকা পাবে। কিন্তু বাকি ১৫-১৬ কোটি মানুষ কীভাবে টিকা পাবে, তা কেউই জানে না।’

তিনি বলেন, ‘করোনার টিকা আবিষ্কার হলেও তা নিয়ে দেশের মানুষের উৎকণ্ঠা কমছে না। করোনা প্রতিরোধে টিকা সরবরাহ, পরিবহন ও বিতরণে কী ব্যবস্থা সরকার নিয়েছে তা কেউ জানে না।’

‘কারা অগ্রাধিকারভিত্তিতে টিকা পাবে তারও কোনো নীতিমালা আছে বলে আমাদের জানা নেই।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর