chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কোতোয়ালিতে যৌন নিপীড়নের দায়ে ভুয়া ডাক্তার আটক

নিজস্ব প্রতিবেদক: নগরীর কোতোয়ালিতে ভুয়া ডাক্তার পরিচয়ে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম মোঃ রাশেদ। তিনি নোয়াখালী জেলার হাতিয়ার ধনুমিয়া গ্রামের ফয়েজ আহমেদের ছেলে।

জানা গেছে, কাজীর দেউরী ২নং গলিস্থ প্রফেসর মান্নান কলোনীর ভিতর ভুক্তভোগীর বাসার দরজা খোলা অবস্থায় দেখে ভিতরে প্রবেশ করেন ওই ব্যক্তি। তিনি নিজেকে স্বাস্থ্য কেন্দ্রের একজন ডাক্তার বলে পরিচয় দেন।

একপর্যায়ে ভুক্তভোগীকে তার ছেলে-মেয়ে কতজন, বয়স কত জিজ্ঞাসা করেন ওই ব্যক্তি। এসব কথাবার্তা বলে একটি থার্মোমিটার বের করেন এবং ভুক্তভোগীর শরীরের স্বাস্থ্য পরীক্ষার কথা বলে স্পর্শকাতর জায়গায় হাত দেওয়ার চেষ্টা করেন তিনি।

নিষেধ করা সত্ত্বেও জোর পূর্বক ভুক্তভোগীর শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে শ্লীলতাহানি করেন ওই ব্যক্তি। এরপর ভুক্তভোগীর স্বামী বাসায় গিয়ে ঘটনার বিস্তারিত শুনার সাথে সাথে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশের কাছে সংবাদ দেয়।

সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ রাসেল ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত শুনে ওই ব্যক্তিকে হেফাজতে নেয়। পরে অভিযুক্ত তার নাম ঠিকানা প্রকাশসহ ঘটনার কথা স্বীকার করে।

ওই ব্যক্তি ইতোপূর্বে কাজীর দেউরী এলাকায় একাধিক মেয়েদের সাথে এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে জানায় পুলিশ।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর
Loading...