chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এবার টেস্ট র‍্যাংকিং থেকেই বাদ পড়ল আফগানিস্তান

খেলা ডেস্ক: গত বুধবার আইসিসির প্রকাশিত টেস্ট র‍্যাংকিংয়ে আফগানিস্তানকে বাংলাদেশের উপরে দেখে হতাশ হয়েছিল টাইগার ভক্তরা। আফগানিস্তান ছিলো ৯ নম্বরে আর বাংলাদেশ ১০-এ।

তবে র‍্যাংকিংটি পরে রিভাইস করে আইসিসি। আর এতে যথেষ্ট ম্যাচ না খেলায় আফগানিস্তানকে তালিকা থেকেই বাদ দেয়া হয়। স্বাভাবিকভাবেই ৯ এ উঠে আসে টাইগাররা।

গতকালের র‍্যাংকিংয়ে আফগানিস্তানের পয়েন্ট দেখানো হয় ৫৭। যেখানে বাংলাদেশের পয়েন্ট ৫৫।

এদিকে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে সাদা পোশাকের সেরা দল এখন নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়াকে দুই নম্বরে নামিয়ে দিয়েছে তারা।

তালিকায় অন্যান্য দলগুলো আগের অবস্থানেই আছে। যথাক্রমে ৩, ৪ ও ৫-এ আছে ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের অবস্থান ৭-এ।

বাংলাদেশের উপরে আছে ওয়েস্ট ইন্ডিজ। মুমিনুলদের এমন অবস্থান অবশ্য অনুমেয় ছিল। সবশেষ ৭টি টেস্টের মধ্যে টাইগাররা হেরেছে ৬টিতেই।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর