chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনাভাইরাস: দেশে শনাক্ত ১০০৭ ও মৃত্যু ৩১

ডেস্ক নিউজ : করোনায় আক্রান্ত হয়ে দেশে আরো ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৭ হাজার ৭১৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ১৯ হাজার ৯০৫ জন।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৩৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত দুই সপ্তাহে সর্বোচ্চ ১ হাজার ৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ১৯ হাজার ৯০৫ জন। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩১ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৭ হাজার ৭১৮ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৯৬৬। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ৬৪ হাজার ৪৪৬ জন।

এএমএস/চখ

এই বিভাগের আরও খবর
Loading...