chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘হিলর ভালেদী’র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডেস্ক নিউজ: নানা কর্মসূচিতে স্বেচ্ছসেবী ,সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন ‘হিলর ভালেদী’ ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।

বুধবার (০৬ জানুয়ারি) রাঙ্গামটি জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় চাকমা গানের ভিডিও রোমান্টিক অ্যালবাম ‘‘দ্বি চোগে স্ববন” মোড়ক উন্মোচন করা হয়। বছর সেরা ২০২০ এর সেরা নাট্যকার হিসেবে সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক সুশীল প্রসাদ চাকমাকে, সংগঠনের সহ সভাপতি পারমিতা চাকমাকে সেরা সংগঠক ও সংগঠনের সহ-যুগ্ম সম্পাদক রোমিকা চাকমাকে সেরা অভিনয় শিল্পী হিসেবে সম্মাননা স্মারক প্রদান প্রদান করা হয়।

‘হিলর ভালেদী’র প্রতিষ্ঠাতা সুপ্রিয় চাকমা শুভ

উল্লেখ্য, ২০১৭ সালে ৬ জানুয়ারি সুপ্রিয় চাকমা শুভর হাত ধরে ‘হিলর ভালেদী’র যাত্রা। সে সময় থেকে সাংস্কৃতিক বিকাশ ও মানবতার সেবায় কাজ করে যাচ্ছে সংগঠনটি। এ পর্যন্ত ২০০ জনের অধিক সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

নচ/চখ

Loading...