chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রবিবার চুয়েট পরিদর্শনে আসছেন তুরস্কের রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক : তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) পরিদর্শনে আসছেন আগামী রবিবার।

বিকাল সাড়ে ৩টার থেকে সাড়ে ৪টা পর্যন্ত এক ঘণ্টা চুয়েট ক্যাম্পাসে অবস্থান করবেন তিনি।

পরিদর্শনকালে তুরস্কের রাষ্ট্রদূত চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। এসময় চট্টগ্রামস্থ তুরস্কের অনারারি কনসাল জেনারেল সালাহউদ্দিন কাসেম খান উপস্থিত থাকবেন।

এ ছাড়া চুয়েটের বিভিন্ন ল্যাবরেটরি-যন্ত্রপাতি সুবিধা ও নান্দনিক অবকাঠামোসমূহ পরিদর্শনসহ দুই দেশের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার বর্তমান অবস্থা ও অগ্রগতি এবং কারিগরি শিক্ষায় দ্বিপক্ষীয় মতবিনিময়ের পাশাপাশি চুয়েটের ডিন, পরিচালক ও বিভাগীয় প্রধানগণের সঙ্গেও তিনি মতবিনিময় করার আগ্রহ প্রকাশ করেছেন।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর
Loading...