chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে চায় জর্ডান

ডেস্ক নিউজ : জর্ডানের শিল্প ও বাণিজ্যবিষয়ক মন্ত্রী মাহা আলীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান। বৈঠকে তারা দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।

বুধবার (৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বৈঠকে নাহিদা সোবহান বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য প্রতিনিধি দলের সফর বিনিময়ের সুযোগ রয়েছে।  তবে করোনাকালে এখনই এটা সম্ভব না হওয়ায় দুই পক্ষের মধ্যে আলোচনা হতে পারে।

তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের অষ্টম বৃহত্তম চামড়াজাত শিল্প রপ্তানিকারক দেশ।

এছাড়া বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সুনাম রয়েছে। এ দুই খাতে বাংলাদেশের অনেক দক্ষ কর্মী রয়েছে বলেও উল্লেখ করেন রাষ্ট্রদূত।

 

 

এই বিভাগের আরও খবর
Loading...