chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনার আতঙ্কে পেছালো বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

করোনাভাইরাস মহামারির কারণে এবার স্থগিত হলো চলচ্চিত্র উৎসব। অনির্দিষ্ট সময়ের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে ‌‘১০তম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’।

৮ মার্চ আয়োজকরা উৎসব পেছানোর ঘোষণা দিয়েছেন।

জানা যায়, ১৯ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত এ উৎসবের প্রস্তুতি চলছিল। কিন্তু বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়া ও আয়োজক দেশ চীনের আক্রান্ত অবস্থা শোচনীয় হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও অংশগ্রহণকারী, অতিথি এবং দর্শকদের নিরাপত্তার কথা ভেবে এ  উৎসব পেছানোর ঘোষণা দিয়েছেন।

করোনার কারণে পুরো বিশ্বে পিছিয়ে গেছে অনেকগুলো চলচ্চিত্র উৎসব, কনসার্ট এবং প্রিমিয়ার শো। সিনেমা হল বন্ধ হয়ে গেছে অনেক দেশেই। ফলে সিনেমার ব্যবসায় করোনার প্রভাব পড়েছে। ক্ষতির আশঙ্কায় পিছিয়ে গেছে ‘নো টাইম টু ডাই’ সিনেমার মুক্তির তারিখ।

এদিকে, এর আগে একই কারণে জেমস বন্ড সিরিজের নতুন চলচ্চিত্র ‘নো টাইম টু ডাই’ও মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়। নভেম্বরে এটি আসবে।

বিপদজনক রূপ নেওয়া এ ভাইরাসের কারণে পুরো বিশ্বে বেশকিছু আয়োজন পিছিয়ে দেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, বিনোদন অঙ্গনের মধ্যে চলচ্চিত্র এতে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ভাইরাসটি ইতোমধ্যে শতাধিক দেশে ছড়িয়েছে।

এই বিভাগের আরও খবর