chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘সিকান্দার’এ জুটি বাঁধছে  সিয়াম-পূজা

ডেস্ক নিউজ: ‘পোড়ামন-২’ ও ‘দহন ‘ ছবিতে অসংখ্য দর্শকপ্রিয়তা অর্জন করেছে সিয়াম-পূজা। এবার ফের আরও এক ছবিতে দেখা যাবে তাদের। ছবির নাম  ‘সিকান্দার’।

ছবিটির প্রযোজনায় আছে বেঙ্গল মাল্টিমিডিয়া।

চিত্রনায়ক সিয়াম গণমাধ্যমে বলেন, ‌‘বিষয়টি একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে। আমি এখনও পাণ্ডুলিপি পড়িনি। গল্প ও পাণ্ডুলিপি পড়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেবো। যদি ইতিবাচক মনে হয়, তাহলে কাজটি করবো। নইলে সিনেমাটি নাও করতে পারি।’

বেঙ্গল মাল্টিমিডিয়া সূত্রে জানা যায়, ছবির বিষয়টি চূড়ান্ত। এটি নির্মাণ করছেন নবীন পরিচালক জুবায়ের আলম। গত সপ্তাহেই শিল্পীদের সাইনিং হওয়ার কথা ছিল। আরটিভি অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে ব্যস্ততা থাকায় সেটা সম্পন্ন হয়নি। শিগগিরই ছবির সব কলাকুশলীকে পরিচয় করিয়ে দিতে চায় তারা।

নচ/চখ

এই বিভাগের আরও খবর
Loading...