chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টাইগারদের ব্যাটিং পরামর্শক জন লুইস!

খেলা ডেস্ক: নেইল ম্যাকেঞ্জি পদত্যাগ করার পর থেকে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শকের পদটি শূন্য আছে। তবে পদটিতে ডারহামের সাবেক ওপেনিং ব্যাটসম্যান জন লুইসকে নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ।

মঙ্গলবার (৫ জানুয়ারি) ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা।

ক্রিকবাজ জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ঘরোয়া সিরিজকে সামনে রেখে ৭ জানুয়ারি ঢাকায় পৌঁছাতে পারেন লুইস।

সূচি অনুযায়ী ক্যারিবিয়ানদের বিপক্ষে দুই টেস্ট এবং তিন ওয়ানডে সিরিজের জন্য টাইগাররা তাদের আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবে ১০ জানুয়ারি থেকে।

২০১৩ সালে প্রধান কোচ জিওফ কুক হার্ট অ্যাটাক করলে কাউন্টি ক্রিকেট ক্লাব ডারহামের দ্বিতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পান লুইস।

তার অধীনে নিজেদের তৃতীয় কাউন্টি চ্যাম্পিয়নশিপ জিতে ডারহাম। এরপর একই বছরের ডিসেম্বরে ক্লাবটির প্রথম দলের কোচ হিসেবে নিয়োগ পান তিনি।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর