chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মাস্কই করোনার প্রধান ভ্যাকসিন: বিদ্যুৎ বড়ুয়া

ডেস্ক নিউজ: মাস্কই করোনার প্রধান ভ্যাকসিন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. বিদ্যুৎ বড়ুয়া।

আজ মঙ্গলবার নগরের চেরাগী পাহাড় মোড়ে নির্বানা বৌদ্ধ মৈত্রী সংগঠনের পক্ষ থেকে পথচারীদের মাস্ক বিতরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত পথসভায় তিনি এ মন্তব্য করেন।

বিদ্যুৎ বড়ুয়া বলেন, বিশ্বের মতো বাংলাদেশেও করোনা সংক্রমণ বাড়ছে। একটু সচেতন হলেই এই করোনা ভাইরাস থেকে মুক্ত থাকা যায়।

আমাদের উচিত অবশ্যই মাস্ক পরিধান করা। মাস্কই করোনার প্রধান ভ্যাকসিন।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য দেবাশীষ পাল দেবু, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি মো. ইমতিয়াজ বাবলা, মুনিরনগর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. সালাউদ্দিন বাবর প্রমুখ।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর
Loading...