chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

স্মিথ নিজেই নিজেকে কোচিং করায়!

খেলা ডেস্ক: রান খরায় ভুগছেন বিশ্বসেরা অজি ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। ভারতের বিরুদ্ধে ৪ ইনিংসে করেছেন মাত্র ১০ রান। তাই দ্বিতীয় টেস্টে হারার পর স্মিথের ব্যর্থতা নিয়ে জোরেসোরেই আলোচনা হচ্ছে।

অজি দলের হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারকেও স্বভাবতই শুনতে হচ্ছে নানা কথা। তবে এসব কথাকে পাত্তা দিচ্ছেন না তিনি, শিষ্যকে সাহস দেয়ার জন্য বরং অন্য কৌশল নিলেন। বললেন, আমি স্মিথকে কোচিং করাই না। সে নিজেই নিজেকে কোচিং করায়।

হ্যাঁ, এমন কথাই বলেছেন ল্যাঙ্গার। তবে নেতিবাচক অর্থে নয়। অজি কোচের ব্যাখ্যা, স্মিথের মতো বড়মাপের ব্যাটসম্যানের কোচিংয়ের দরকারই পড়ে না। তিনি নিজেই নিজেকে শুধরে ভালোভাবে ফিরবেন।

ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের আগে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে ল্যাঙ্গার বলেন, ‘একবার চিন্তা করুন, সে (স্মিথ) যখন ব্যাটিং শুরু করবে আমরা কতটা ভালো অবস্থানে থাকব। আমি এভাবেই ব্যাপারটা দেখছি।’

চলতি সিরিজে এখনও সেরাটা দিতে পারেননি বলে কি হয়েছে, স্মিথকে নিয়ে হতাশ হতে নারাজ অসি কোচ। তার ভাষায়, ‘সে এখনও সিরিজে সেরাটা দিতে পারেনি। এটা সে নিজেই স্বীকার করবে। কিন্তু আমি জানি গ্রেট খেলোয়াড়রা যত বেশি সময় ব্যর্থ হবে, তত তাড়াতাড়িই ফেরার পথে চলে আসবে।’

ল্যাঙ্গার যোগ করেন, ‘এটা ভাবতেই আমার মুখে হাসি ফোটে। আপনি স্মিথকে কি করে কোচিং করাবেন? আমি স্টিভ স্মিথকে কোচিং করাই না। স্মিথ নিজেই নিজেকে কোচিং করায় এবং আমি নিশ্চিত সে এটা নিয়ে কাজ করছে।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর
Loading...