chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘ইংরেজি’ বানান ভুল লেখায় ট্রলের শিকার অমিতাভ!

ডেস্ক নিউজ: বলিউডের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন। এবার ইংরেজি বানান ভুল করে সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার তিনি।

গতকাল সোমবার নিজের টুইটার হ্যান্ডেলে ‘নকল হাত’ তৈরি কারী এক ব্যক্তির প্রশংসা করে একটি পোস্ট দেন। সেখানে ইংরেজি prosthetic (নকল) বানানের জায়গায় ভুল করে prothetic লেখেন।

এর পরই সামাজিকমাধ্যমে অমিতাভকে নিয়ে ট্রল শুরু হয়। নেটিজেনদের একজন তার ভুল বানান শুধরে দেন। এর পর আরেকটি পোস্টে অমিতাভ বচ্চন ভুল শুধরে ক্ষমাও চান।

অন্য একজন লিখেছেন– ‘আপনার সারাটা জীবন তো ভুল শোধরাতে শোধরাতে কেটে গেল।’ কেউ আবার মিম পোস্ট করে জানান, ‘কত দিন তোর ভুল ঢাকা দিয়ে চলব!’

কেউ আবার অমিতাভের পুরনো একটি পোস্টকে সামনে নিয়ে আসেন। সেই পোস্টে অমিতাভ লিখেছিলেন– ‘মনে রাখবেন, সেই মানুষগুলোই আপনার দিকে আঙুল তোলে, যারা আপনার সমানে সমানে কখনও পৌঁছতে পারবে না।’

নেটিজেনদের ভাষ্য– এ ধরনের ঔদ্ধত্য তাকে মানায় না।

নচ/চখ

এই বিভাগের আরও খবর
Loading...