chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অসংগতি তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব: ডা. শাহাদাত

ডেস্ক নিউজ: বিদ্যমান অসংগতিগুলো তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী ডা. শাহাদাত হোসেন

নগরের নুর আহমদ সড়কের টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (টিসিজেএ) মিলনায়তনে চট্টগ্রামে কর্মরত টেলিভিশন ক্যামেরা জার্নালিস্টসদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

ডা. শাহাদাত বলেন, সমাজ-সংস্কৃতি ও দেশের মানুষের প্রতি গণমাধ্যমের অনেক দায়িত্ব। গণমাধ্যমের দায়িত্ব প্রচলিত সমাজ ব্যবস্থাকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরা।

‘যাতে মানুষ তার সমাজকে সঠিকভাবে জানতে পারে। আবার বিদ্যমান অসংগতিগুলো তুলে ধরাও গণমাধ্যমের দায়িত্ব।’

টিসিজেএ সভাপতি এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশ বাবুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন টিসিজেএর সাবেক সভাপতি শফিক আহমেদ সাজীব, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দীন, সহ-সভাপতি আলী আকবর, অর্থ সম্পাদক মো. আলমগীর, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য সাইমুল আল মুরাদ।

উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক আশরাফুল আলম চৌধুরী মামুন, নির্বাহী সদস্য অমিত দাশ, নুর হাসিব ইফরাজ, সদস্য নাছিরুল আলম, রবিউল হোসেন টিপু, সৈয়দ আসাদুজ্জামান লিমন প্রমুখ।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর