chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় র‌্যাব সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় এক র‌্যাব সদস্যের মৃত্যু হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) সকালে উখিয়ার পালংখালী এলাকায় অভিযানে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত র‌্যাব সদস্যের নাম- ল্যান্স নায়েক তরিকুল ইসলাম। তিনি কক্সবাজার র‌্যাব-১৫ তে কর্মরত ছিলেন। এ ঘটনায় এএসআই আবু কাউসার নামে পুলিশের আরেক সদস্য আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান চট্টলার খবরকে জানান, সকালে অভিযানে যাওয়ার সময় দ্রুত গতির ট্রাক তাদের বহন করা মোটরসাইকেলকে চাপা দিলে তরিকুল গুরতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তিনি বিজিবি থেকে বদলী হয়ে র‌্যাবে কর্মরত ছিলেন।

এ বিষয়ে উখিয়া শাহপরী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মারুফ আহমেদ চট্টলার খবরকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থল থেকে তরিকুল ও কাউসারকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। পরে সেখানে তরিকুল মারা যান। ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।

এমএইচকে/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর
Loading...