chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চবি উপাচার্যের সাথে ডা. নাসিরের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চবি চিকিৎসা অনুষদের নবনিযুক্ত ডিন প্রফেসর ডা. নাসির উদ্দিন মাহমুদ।

আজ সোমবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় এ  সাক্ষাৎ হয়। এসময় উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস. এম. মনিরুল হাসান, কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী ও প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া উপস্থিত ছিলেন।

উপাচার্য চিকিৎসা অনুষদের নবনিযুক্ত ডিনকে আন্তরিক অভিনন্দন জানান। নব নিযুক্ত ডিনের নেতৃত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদ অধিকতর উন্নতি ও সমৃদ্ধি অর্জন করবে এ আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য ।

তিনি নবনিযুক্ত ডিনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ূ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

এসএএস/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর
Loading...