chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে বিএসএফ

ব্রাহ্মণবাড়িয়ার আখউড়া উপজেলার শিবনগর সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি যুবককে ২১ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
গতকাল রোববার দুপুর একটার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে পতাকা বৈঠক করে তাকে ফেরত দেয় বিএসএফ। ওই যুবকের নাম দুলাল মিয়া (২০)। তিনি উপজেলার মিনারকোট গ্রামের মৃত সানু মিয়ার ছেলে।
বিজিবি জানায়, গেলো শনিবার বিকেল সাড়ে চারটার দিকে দুলাল ২০২৬/৬ এস সীমান্ত পিলার দিয়ে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে। পরে বিএসএফ বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের অবগত করে। এ নিয়ে গতকাল রোবাবর দুপুর একটার দিকে শিবনগর সীমান্ত এলাকায় দুই দেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ সদস্যরা দুলালকে বিজিবির কাছে হস্তান্তর করে। রাতে বিজিবি দুলালকে মামলা দিয়ে আখাউড়া থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।
২৫ বিজিবি মনিয়ন্দ কোম্পানি সদরের সুবেদার আলতাফ হোসেন জানান, বিএসএফের কাছ থেকে ফেরত নিয়ে আসা যুবক দুলালের বিরুদ্ধে মামলা দিয়ে রাত আটটায় আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মাসুদ আলম চৌধুরী জানান, ওই যুবককে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর