chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে পুকুরে ডুবে ইরা নামে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চরণদ্বীপ ৭ নম্বর ওয়ার্ড এলাকার আমিনুর রহমানের বাড়ির পাশের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

শিশু ইরা ওই এলাকার আবদুর রহমান ওরফে খোকনের মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন জানান, সন্ধ্যায় ইরা বাড়ির পেছনে খেলার সময় নিখোঁজ হয়। একপর্যায়ে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুর থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিপ্লব চৌধুরী বলেন, সন্ধ্যায় শিশু ইরাকে হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর
Loading...